AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজালাল বিমানবন্দরে দোহাগামী ফ্লাইট থেকে ৮ কেজি সোনা উদ্ধার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৩৩ পিএম, ৭ আগস্ট, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে দোহাগামী ফ্লাইট থেকে ৮ কেজি সোনা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের অভিযানে প্রায় ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কাস্টমস কর্তৃপক্ষ।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে কাতারের দোহা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ নম্বর ফ্লাইটে এই অভিযান পরিচালিত হয়। বিমানটির সামনের কার্গো হোল্ডে কাপড়ে মোড়ানো এবং কালো স্কচটেপে পেঁচানো অবস্থায় স্বর্ণের বারগুলো পরিত্যক্তভাবে পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার এবং সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বাধীন একটি দল।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, “বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে কাস্টমস সর্বদা সক্রিয়। অর্থনীতিকে সুরক্ষা দিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত স্বর্ণ আইনানুগ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে এই বিপুল পরিমাণ সোনা বিমানের কার্গো হোল্ডে পৌঁছালো এবং এতে কারা জড়িত—সে বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!