জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় শুক্রবারও অবরুদ্ধ রেখেছেন আন্দোলনকারীরা। টানা দ্বিতীয় দিনের মতো চলা এই অবরোধে মোড়জুড়ে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।
সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টির মধ্যেও মেট্রোরেল পিলারের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে আন্দোলনকারীরা। লাল-সবুজ পতাকা হাতে অবস্থানকারীদের কেউ কেউ অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছেন। সড়কে ব্যারিকেড দেওয়ায় সাধারণ যান চলাচল বন্ধ থাকলেও জরুরি সেবার যানবাহন, বিশেষ করে অ্যাম্বুলেন্সকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বহু বছর ধরে দাবি জানানো হলেও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হয়নি। তাঁদের ভাষায়, এটি কেবল দাবি নয়, বরং এটি শহীদ পরিবার ও আহতদের ন্যায্য অধিকার। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন—চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান শুরু করেন তাঁরা। সেসময় তাদের কণ্ঠে শোনা যায়—‘‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’’,‘‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’’,‘‘চব্বিশের চেতনা বৃথা হতে দেব না’’,‘‘অন্তর্বর্তী সরকার চাই, জুলাই সনদ চাই’’,‘‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’’— এমন নানা স্লোগান।
আন্দোলনকারীদের অবস্থান ও স্লোগান থেকে স্পষ্ট, তাঁরা একটি রাজনৈতিক স্বীকৃতি ও নীতিগত প্রতিশ্রুতি অর্জনের লক্ষ্যে সংগঠিতভাবে মাঠে রয়েছেন।
একুশে সংবাদ/ই.ট/এ.জে