AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১:৫৯ এএম, ৩১ জুলাই, ২০২৫

জুলাই সনদের দাবিতে  শাহবাগ মোড় অবরোধ

রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে তারা সেখানে জমায়েত হন। এতে শাহবাগের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সরাসরি ঘটনাস্থলে দেখা যায়, লাল-সবুজের পতাকা হাতে শতাধিক আন্দোলনকারী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে মোড়ে অবস্থান করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

আন্দোলনকারীরা বলেন, শহিদ ও আহতদের পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ এখন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি।

এক জুলাই যোদ্ধা বলেন, “এটি কোনো আবেদন নয়, এটি আমাদের জন্মগত অধিকার। দাবি মানা না হলে শাহবাগেই আমরা স্থায়ী মঞ্চ তৈরি করে আন্দোলন চালিয়ে যাব।”

অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!