ফিটনেস বিহীন গাড়ি চলাচল করলে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
বুধবার (১৬ই জুলাই) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে "জুলাই শহীদ দিবস" উদযাপন উপলক্ষে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে যাত্রী, গাড়ি চালক ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।
চেয়ারম্যান বলেন, সড়ক শৃঙ্খলাতে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর মেয়াদ উত্তীর্ণ পরিবহন অপসারণে অভিযান জোরদার করা হয়েছে। পর্যায়ক্রমে ফিটনেসবিহীন সব বাস সড়ক থেকে সরিয়ে নেয়া হবে। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় বিআরটিএ রোড সেফটি বিভাগের পরিচালক মোঃ শহিদুল্লাহ, ঢাকা বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়া ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম সহ পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে