AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আষাঢ়ের টানা বৃষ্টিতে ভোগান্তিতে কর্মজীবী মানুষ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:০০ পিএম, ৯ জুলাই, ২০২৫

আষাঢ়ের টানা বৃষ্টিতে ভোগান্তিতে কর্মজীবী মানুষ

আষাঢ় মাসের শেষপ্রান্তে প্রবল বর্ষণে ভিজছে রাজধানী ঢাকা। বুধবার (৯ জুলাই) ভোর থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে নগরীর অনেক সড়ক ও গলি। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন অফিসমুখী ও কর্মজীবী সাধারণ মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা ‍‍`ভারী বর্ষণ‍‍` হিসেবে শ্রেণিবদ্ধ। আজও রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃষ্টির ফলে কর্মজীবীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ। অনেকে ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলেও বাসে ওঠার সুযোগ পাননি, কেউবা ভিজেই পাড়ি দিয়েছেন কর্মস্থলে।

রামপুরার বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রুবিনা সুলতানা বলেন, "অফিস যেতে প্রচণ্ড ভোগান্তি হচ্ছে। বাসে ভিড়, ছাতা দিয়েও কোনো লাভ নেই—পুরো শরীর ভিজে একাকার।"

মহাখালী মোড়ে এক গার্মেন্টকর্মী রুহুল আমিন বলেন, “এই শহরে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। যানবাহনের সংকট, ভাড়া বেশি—সব মিলিয়ে কাজের দিনটা শুরু হয় দুর্বিষহভাবে।”

আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৮ শতাংশ এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!