রাজধানীর পল্লবীতে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে চাঁদা না দেওয়ায় সশস্ত্র হামলা ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আলব্দিরটেক এলাকার ‘এ কে বিল্ডার্স’-এর কার্যালয়ে এই হামলা চালায় ৩০ থেকে ৪০ জনের একটি দল।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রায় তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি পাঁচ কোটি টাকা দাবি করেছিলেন। চাহিদা পূরণ না করায় একাধিকবার তাদের অফিসে হামলা চালানো হয়। সর্বশেষ শুক্রবারের হামলায় চার রাউন্ড গুলি ছোড়া হয় এবং এতে কোম্পানির এক কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পল্লবী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্তাধীন এবং মামলার প্রস্তুতি চলছে। এখনও পর্যন্ত হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি, তবে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র বিশ্লেষণ করে তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, ২৭ জুন ও ৪ জুলাইও তাদের অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। এসব ঘটনায় গত বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এর আগে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সোহাগের পরিবারের দাবি, মাসিক চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে