রাজধানীর মিরপুর ১২ নম্বরে উচ্ছেদ আতঙ্কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোল্লা বস্তির বাসিন্দারা। এ ঘটনার কারণে মিরপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মিরপুর ১২ নম্বর এলাকার সড়ক অবরোধ করে বস্তির বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, মোল্লা বস্তির বাসিন্দাদের সড়ক অবরোধের কারণে মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে সড়কে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিল হোসেন। তিনি বলেন, ‘অবরোধের ফলে সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে অবরোধকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।’
একুশে সংবাদ/আ.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

