AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‍‍`ওলসা‍‍`র নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৪:২০ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৪

‍‍`ওলসা‍‍`র নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে গবর্নমেন্ট ল্যাবরটরি হাইস্কুলের ছাত্রদের সংগঠন ওল্ড ল্যাবরেটেরিয়েন্স এসোসিয়েশন (ওলসা) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ছোট বড় সকলের অংশ গ্রহণ জমে উঠেছে পুরো স্কুল ক্যাম্পাস।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্কুলটির প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ২১০০ জন। এর মধ্যে সারাবিশ্বে অনলাইনে ভোট প্রয়োগ করবেন ৮০০ ভোটার ও স্বশরীরে ভোট প্রয়োগ করবেন ১২০০ ভোটার। নির্বাচনের ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুইজন। ২৫ টি পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের সভাপতি পদে মোসাদ্দেক আজম সিদ্দিকী ও মসুদ মান্নান, সহ-সভাপতি দস্তগীর মোঃ আদিল, খন্দকার কামরুজ্জামান, মোহাম্মদ শাহিদুজ্জামান, সাইদুর রহমান, ফারুক আহমেদ, ওয়াকার আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইমরুল হক, মোহাম্মদ শাহজালাল, তারেক ভূঁইয়া জুন ও তানভীর হায়দার পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম জিল্লুর রহমান, সায়েদ মোহাম্মদ আন্দালিব, মাসুদ পারভেজ ও সামিউন নবী, কোষাধ্যক্ষ আহমেদ ইউসুফ আব্বাস ও মোঃ সালে উজ্জামান, সাংগঠনিক সম্পাদক ওমর হাসিব শফিউল্লাহ ও সিকদার মারুফ ইয়াজাদানী, আইনি ও সম্মতি সম্পাদক কর্নেল মোঃ মনিরুল ইসলাম পিএসসি (অবসরপ্রাপ্ত) ও আসিফ বিন আনোয়ার, প্রেস এবং প্রকাশনা সম্পাদক শাহ আহমেদ জুবায়ের ও হাসিব হাসান চৌধুরী, তথ্য এবং যোগাযোগ সম্পাদক এনাম এলাহি মল্লিক ও মোহাম্মদ মইনূস সামাদ খান, ক্রীড়া সম্পাদক সাব্বির আহমেদ তুষার ও মোঃ নুরুদ্দিন আল মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক ডা. মোঃ সালেহীন সাদা ও শাফায়াত ইয়ামিন সিরাজ সৌম্য, সমাজকল্যাণ সম্পাদক আহমেদ হুমায়ুন মোর্শেদ ও ইব্রাহিম ইবনে ইসমাইল কমল, অফিস সচিব মোহাম্মদ আল হাসান তালুকদার (তমাল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও সদস্য পদে মোঃ আনিসুল হক, মোঃ হারুন অর রশিদ, সুজা আহমেদ, দিদারুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূইয়া, দেওয়ান মোহাম্মদ মিশকাতুল মুশনাদ, মঈনুল ইসলাম মাহিন, রাশেদুজ্জামান খান, শরীফ আহমেদ শোশি, অদম্য গহীন রেজা, ইফতেহাদুল ইসলাম ফাহিম, আবেদুল মুহাইমীম, মোঃ সায়েফ হুসাইন নিয়ন ও ইমরুল হক শাওন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন চলাকালীন সময়ে সভাপতি প্রার্থী মোসাদ্দেক আজম সিদ্দিকী বলেন, খুবই সুন্দর একটি পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা সকল প্রার্থী ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে থেকে এই ল্যাবরেটেরিয়েন্সদের উন্নয়নে কাজ করায় আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। 

স্বতন্ত্র সভাপতি প্রার্থী মসুদ মান্নান বলেন, সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। জয়-পরাজয়ের জন্য আমাদের এই নির্বাচন নয়। আমরা সকলেই জয়ী। সকল ল্যাবরেটেরিয়েন্স এক সাথে, এই ‍‍`ওলসা‍‍`র উন্নয়নে কাজ করব।

এছাড়াও একাধিক প্রার্থী বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এটা শুধু ভোট নয়, একটি পারিবারিক মিলন মেলায় পরিণত হয়েছে। নির্বাচনে যেই জয়ী হবে তার সাথে এক হয়ে, সকল সদস্যদের উন্নয়নে কাজ করব।

ভোটাররা বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ‍‍`ওলসা‍‍`র উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। ‍‍`ওলসা‍‍`র সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। 

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ এফ এম আসাদুজ্জামান বলেন, সকাল থেকে খুব সুন্দর পরিবেশে ভোট গ্ৰহণ চলছে। তাছাড়া এটি একটি প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের মিলনমেলায় পরিণত হয়েছে। প্রার্থীরা সকলেই একে অপরের আপনজন। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। স্বচ্ছ একটি নির্বাচন পরিচালনার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। 

 

একুশে সংবাদ/বাবু/এস কে

Shwapno
Link copied!