চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। মঙ্গলবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি।
ইমাম হায়াত বিবৃতিতে বলেন, ইসকন নেতাকে গ্রেফতারের কোনো প্রয়োজন ছিলো না। এটা উস্কানীমুলক ষড়যন্ত্র হয়েছে দেশ ও জনগণের বিরুদ্ধে। এটা কোনো উগ্রবাদি অসুস্থ মস্তিস্কের হটকারিতা। এটা ইসলামের শান্তিময় আদর্শেরও বিপরীত। এটি দেশের ভিতর বাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে হিংস্র পরিস্থিতি তৈরির পরিকল্পিত চক্রান্ত। যে কোনো অরাজকতার প্রথম শিকার হবে অর্থনীতি তথা অলরেডি সংকটে নিপতিত গরীব জনগণ।
তিনি বলেন, বাংলাদেশের সমস্যা ইসকন নয়। বাংলাদেশের সমস্যা এখানকার তালেবানি উগ্রবাদি জঙ্গিবাদ। যারা দেশকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তারা দেশের বিরুদ্ধে শত্রুতা করছে এবং দেশ-গণতন্ত্র, জনগনের মারাত্মক ক্ষতি করছে। আমরা মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব সব পক্ষকে এহেন জঙ্গীবাদি সাম্প্রদায়িক বিষাক্ত হিংস্র অপরাজনীতির হটকারিতা বর্জন করে সবাইকে শান্তিময় মানবতার রাজনীতির পথে চলার আবেদন জানান।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, অবিলম্বে ইসকন নেতার মুক্তি দাবি করেন। এ অবাঞ্ছিত গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলটি। সকল উগ্রতা, সকল হিংস্রতাই মানবতাবিরুদ্ধ অপরাধ। সব উগ্রবাদি সাম্প্রদায়িক হিংস্রতাই ধর্মের প্রকৃত শিক্ষার বিপরীত অধর্ম বলে জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লব।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
