বিসিএস (প্রশাসন) পরিবারের সম্মিলিত স্বপ্ন পূরণের একটি নাম `গ্রীন ভ্যালি` (খিলক্ষেত আবাসন প্রকল্প)। অনেক চড়াই-উতরাই পেরিয়ে প্রকল্পটির ২৮১ টি প্লটের বরাদ্দপত্র সদস্যগণের মাঝে পর্যায়ক্রমে বিতরণের লক্ষ্যে `হস্তান্তর অনুষ্ঠানের` আয়োজন করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) `বিয়াম অডিটরিয়ামে` জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. এর সভাপতি এ বি এম আব্দুস সাত্তার, সঞ্চালনায় ছিলেন বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মসিউর রহমান।
একুশে সংবাদ/রাফি/বাবু/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

