ময়মনসিংহের নান্দাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করায় ছাত্রদল উপজেলা, পৌর ও কলেজ পর্যায়ের নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা মিছিল করেছে।
সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিলটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিকের নেতৃত্বে শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে চূড়ান্ত স্বীকৃতি জানিয়ে মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডের শহীদ মিনার প্রদক্ষিণ করে এবং নান্দাইল নতুন বাজারে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পৌর যুবদল নেতা আব্দুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন: পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন বাদল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান বাবু, নাদিম উদ্দিন ভূঁইয়া, গাংগাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ্ আলম, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বোরহান, আবু বক্কর ছিদ্দিক মুন্না, ছাত্রদল নেতা আবু নাঈম প্রমুখ ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দেওয়ার জন্য উপজেলার সকল ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

