রাজধানীর মধ্যবাড্ডায় একটি তিনতলা ভবনে গ্যাস লিকেজ বিস্ফোরণে সোলেমান( ৩০ বছর) বয়সী এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় শান্তা বেগম( ২৭ বছর) বয়সী এক নারী দগ্ধ হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতিয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল সারে ৬ টার দিকে বাড্ডার ডিআইটি রোডে ভবনের নিচ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই )আসাদ জানান, নিহত সোলায়মানের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পলাশতলি গ্রামে। তার বাবার নাম মনসুর আলী।
দগ্ধ শান্তা পোশাক শ্রমিক, তার স্বামী মোহাম্মদ নাসির হাওলাদার স্বামী-স্ত্রী ওই বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। শান্তা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন আর নাসির মাছের আড়তে কাজ করেন। রাতে ঘুমিয়ে ছিলেন তারা। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠেই কাজে চলে যান নাসির। তখনও ঘুমিয়ে ছিলেন শান্তা। পরে তিনি খবর পেয়ে বাসায় এসে দেখেন বিস্ফোরণের ঘটনা। সঙ্গে সঙ্গে শান্তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন তার স্বামী।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম জানান, বাড্ডা থেকে গ্যাসের আগুনে দগ্ধ শান্তা বেগম নামে একজন নারী আমার এখানে এসেছে তার শরীরে ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বর্তমানে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এস কে