AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেখার যেন কেউ নেই


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:০২ পিএম, ২৮ মে, ২০২৪
দেখার যেন কেউ নেই

আমরা তিলোত্তমা ঢাকায় থাকি। আমাদের এ নগরীতে সড়ক, অলি-গলিতে কত ঘটনাই ঘটে। প্রতিদিন আমাদের চোখের সামনে ঘটে বিচিত্র ঘটনা। 

আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করি। কিন্তু আমাদের দায়িত্ববোধ ও মানবিকতা মনের অজান্তেই অনেক সময় মাথাচাড়া দিয়ে ওঠে। আমরা কি কিছুই বলবো না? এভাবেই কি চলবে আমাদের নগর জীবন?

মিরপুর-১০ নম্বর গোলচক্করের পাশে ফলপট্টি সংলগ্ন প্রধান সড়কে লিচুর আবর্জনা। সিটি করপোরেশন কবে সরাবে তা আমারা জানি না

ছবির এ জায়গাটি মিরপুর-১০ নম্বরের ফলপট্টির কাছে মেট্রোরেলের নিচে। এখানে ফুটপাত দখল করে বারো মাস চলছে মৌসুমি ফল বিক্রির বাজার। এখন লিচুর সিজন। বিক্রেতারা লিচু বিক্রি করে লিচুর অবশিষ্টাংশ পাতা-ডালপালা এভাবেই প্রধান সড়কে ফেলে রেখেছে।

 

এ পাতা-ডাল পচে গন্ধ বেরোচ্ছে। পথচারীরা এ ময়লার মধ্যে পা ফেলেই চলছে গন্তব্যে। চলাচলকারী পথচারী আকবর। তিনি হেঁটে যাচ্ছিলেন। তাকে প্রশ্ন করায় তিনি এ ধরনের নোংরা পরিবেশের জন্য ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের দুষলেন। সিটি করপোরেশনের লোকজন মাঝে মাঝে ২/১ দিন গ্যাপে ময়লা সরায়-সেজন্য পচা গন্ধ আরো উৎকট হয় বলেও তিনি জানান।

এই পরিবেশ দূষণের দায়-দায়িত্ব কার? ফুটপাত দখল করা লিচু বিক্রেতার কি কোনো দায় নেই? নাকি সব দায় সিটি করপোরেশন বা সরকারের উপর দিয়েই আমরা মুখ বুঝে বসে থাকবো? তিলোত্তমা ঢাকার পরিবেশ রক্ষায় নাগরিকদের কি কোনোই দায় নেই? না এগুলো দেখার কেউ নেই?

একুশে সংবাদ/ এসএডি

Link copied!