AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খলিলকে হত্যার হুমকিদাতা দুজন দুই দিনের রিমান্ডে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০০ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৪
খলিলকে হত্যার হুমকিদাতা দুজন দুই দিনের রিমান্ডে

রাজধানীতে কম দামে গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করা ব্যবসায়ী মো. খলিলকে হত্যার হুমকিদাতা দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী- আল-ফারাবীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর মো. ওমর ফারুক আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী সোহাগ ফকির তা বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধীতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন-নূরুল হক ও তার কর্মচারী ইমন। শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৭ জানুয়ারি রাতে ঢাকার আশুলিয়া থেকে নুরুল ও ইমনকে গ্রেপ্তার করা হয়।

গরুর মাংস বিক্রি করে সুনাম অর্জন করায় ব্যবসায়ী খলিলকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। তাকে কম দামে মাংস বেচতে নিষেধ করেন হুমকিদাতারা। অন্যথায় তাকে ও তার ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মাংস ব্যবসায়ী খলিল শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রোববার তিনি মামলা দায়ের করেন।

গরুর মাংসের দাম যখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি, তখন ৫৯৫ টাকা কেজি দরে বিক্রি করে আলোচনায় আসেন শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। জিডি করার পর তিনি বলেন, দুটি নম্বর থেকে আমার কাছে ফোন আসে। তারা বলেন, তোর ছেলের জন্য ছয় বুলেট এবং তোর জন্য ছয়টা রেখেছি। কথা না শুনলে বাবা-ছেলেকে মেরে ফেলব। ভয়ে আমি শাহজাহানপুর থানায় জিডি করেছি।

উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুরে গত দুই মাস ধরে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আলোচনায় আসেন খলিল।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!