রাজধানীর বকশিবাজারে যাত্রীবাহী বাসচাপায় আনোয়ার হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। তিনি বুয়েটের গাড়িচালক ছিলেন।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ার হোসেনকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা এইচ এম আদনান নামে বাসযাত্রী জানান, তিনি নিজে মৌমিতা বাসের যাত্রী। বাসটি শিক্ষা বোর্ডের সামনের মোড় ঘুরানোর সময় ওই ব্যক্তিকে পাশের দেয়ালের সঙ্গে চাপা দেয়। এতে গুরুতর আহত হন। তখন তারা কয়েকজন যাত্রী মিলে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। আর ওই বাসচালককে ঘটনাস্থলেই লোকজন আটক করে।
আনোয়ার হোসেনের ভাই আমির হোসেন জানান, তাদের বাড়ি বরিশালের সদর উপজেলার বাঘার হাওলা গ্রামে। বাবার নাম মীর মোহাম্মদ সাহেদ। বর্তমানে স্ত্রী ও সন্তান নিয়ে লালবাগ গৌড়-ই শহীদ মাজার এলাকায় থাকতেন। বুয়েটের গাড়ি চালাতেন তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানায় জানানো হয়েছে। গাড়িচালক ইসমাইল হোসেনকে (৩০) আটকের পর লোকজন হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে এসেছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
একুশে সংবাদ/স.টি/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

