রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কটি কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিস্তৃত। গতির জন্য সড়কটি বেশ পরিচিত। তবে এই গতিই অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এই অবস্থায় সোমবার (১৮ ডিসেম্বর) ৩০০ ফিট এলাকায় ট্রাফিক অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গুলশান ট্রাফিক বিভাগ ও গুলশান ক্রাইম বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে।
ট্রাফিক গুলশান ডিভিশনের ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিকাল ৫টা থেকে শুরু হওয়া এ অভিযান এখন থেকে নিয়মিত চলবে গভীর রাত পর্যন্ত। অভিযানে ওভার স্পিড, উল্টো পথে চলাসহ অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে ট্রাফিক বিভাগের পোস্টে এ উদ্যোগের জন্য সাধুবাদ জানান ফেসবুক ব্যবহারকারীরা।
রাইড উইথ রুবেল নামের একটি আইডি থেকে করা কমেন্টে লিখা হয়, ‘খুব ভালো উদ্যোগ। এইখানে উঠতি বয়সের তরুণরা খুব বাজেভাবে বাইক আর গাড়ি ওভারস্পিডিং করে। অনেক অনেক আন্তরিক ধন্যবাদ গুলশান ট্রাফিক ডিভিশনকে।’
আরমান খান নামে আরেক জন কমেন্টে লিখেছেন, ‘দেরিতে হলেও ভালো সিদ্ধান্ত, ধন্যবাদ গুলশান ট্রাফিক বিভাগকে।’
তবে ঘোষণা দিয়ে এমন অভিযানে অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে বলেও ধারণা করছেন অনেকে। এতে অভিযানের প্রকৃত স্বার্থকতা আসবে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
একুশে সংবাদ/চ.চ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

