আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা, হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হকের বাসা ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ এর ১১ নম্বর রোডের বাসা থেকে ফেসবুক লাইভে আসেন তমিজী হক।
ওই ভিডিওতে সিভিল পোশাকে বেশ কয়েকজনকে দেখা যায়। তাদের কাছে বিস্তারিত পরিচয় জানতে চান তমিজী হক। বিতর্কের মধ্যে তাদের বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য ধমক দিতে দেখা যায় তমিজী হককে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ফেসবুক লাইভে বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে আলোচনায় আসেন আদম তমিজী হক। এ সময় তিনি আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে নানা আক্রমণাত্মক বক্তব্য দেন। এরপর হারান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ। ঘোষণা দেন সব ব্যবসা-বাণিজ্য গুঁটিয়ে বিদেশে চলে যাওয়ার। পরে সেই প্রক্রিয়ার পথেই হাঁটছিলেন তিনি। ওই ঘটনার পর তিনি খুব কম সময় দেশে ছিলেন।
একুশে সংবাদ/বা.নি/না.স



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

