ঢাকা মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সুরত আলী (৭৭ ) নামে এক যুদ্ধাপরাধী মারা যান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা তিনটা ১৬ মি: মেডিসিনের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারেল কারারক্ষি মো: সিরাজুল ইসলাম বলেন, যুদ্ধ অপরাধীর সুরত আলী তিনি একজন আসামি হিসেবে কারাবন্দী ছিলেন, তার হাজতি নাম্বার ৩৯৭৫৯ / ২৩।
গত ২ সেপ্টেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসাধীন অবস্থা আজ বিকেলে মারা যান তিনি।
তিনি আরও বলেন, তার পিতার নাম শহরআলী গাজী সাতক্ষীরা শ্যামনগর। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এক অসুস্থ যুদ্ধ অপরাধি হাজতি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

