পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যস্ত নগরীতে রূপ নিচ্ছে রাজধানী। চলছে ঈদের কেনাকাটা। এই কেনাকাটা করতে এসে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়। কেউ পার্স বা মানিব্যাগ হারিয়ে ফেলেন আবার কেউ শখের স্মার্টফোনটি হারিয়ে ফেলেন। অনেকেই হারিয়ে যাওয়া পার্স বা মানিব্যাগ ফেরত পেলেও ভিতরে থাকা টাকা পয়সার মিল থাকে না। তবে এবার এক ব্যাতিক্রম ঘটনা ঘটেছে রাজধানীর নিকেতন এলাকায়।
শনিবার রাত ৯ টা। নিকেতনের আড়ংয়ের সামনে অনেক লোকজন। চলছে ঈদের শপিং। সেই এলাকার ট্রাফিকের দায়িত্বে তখন সার্জেন্ট শাহিন মঞ্জুর। হঠাৎ আড়ংয়ের সামনের গেটে ঘাসের উপরে পড়ে থাকা একটি লেডিস পার্স দেখতে পান তিনি। হাতে নিয়েই বুঝতে পারেন যে এটাতে টাকা আছে। সাথে সাথে তিনি আশেপাশে তাকান এর প্রকৃত মালিককে খোঁজার জন্য কিন্তু কারো ভাবসাব দেখে মনে হয়নি কেউ এই পার্সের মালিক।
উপায়ন্তর না দেখে তিনি পার্সটা খুলেন। এখানেও কোন নাম-ঠিকানা বা মোবাইল নম্বর খুঁজে পেলেন না তিনি। অবশেষে ভেতরের পকেটে পান একটা হেলথ কার্ড আর সেটার সূত্র ধরেই প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন তার পার্স।
ভদ্রমহিলা জানান, পার্সে রাখা বত্রিশ হাজার টাকার পুরোটাই আছে। এক টাকাও খোয়া যায়নি।
পরে তিনি সার্জেন্ট শাহিন মঞ্জুরের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় তিনি মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট শাহিন মঞ্জুররের এমন কাজের জন্য ধন্যবাদ ও সাধুবাদ জানান।
সার্জেন্ট শাহিন মঞ্জুর সকলের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনারা যারা মানিব্যাগ বা পার্স ব্যবহার করেন, তারা কিন্তু ছোট একটা চিরকুটে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে পার্স বা মানিব্যাগের ভেতরের কোন পকেটে রেখে দিতে পারেন।
একুশে সংবাদ.কম/ব.খ.প্র/জাহাঙ্গীর