ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের প্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট চক্ষু চিকিৎসক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জিয়া মাঠে নেমেছেন।
তিনি উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে ভোটারদের সঙ্গে পরিচয় স্থাপন ও ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি যেসব ভোটারের চোখের সমস্যা রয়েছে, তাদের বিনামূল্যে পরীক্ষা ও পরামর্শও প্রদান করছেন।
সম্প্রতি চন্ডিপুর ইউনিয়নের পালপাড়া গ্রামে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তিনি ওই গ্রামের এক ভোটারের চোখ পরীক্ষা করে পরামর্শ দিয়েছেন। পরিবারের দাবি, সাধারণত চক্ষু ডাক্তারকে দেখাতে গেলে ৬০০ থেকে ৮০০ টাকা ফি দিতে হয়, কিন্তু এখানে বিনামূল্যে পরামর্শ পেয়েছে তারা।
নির্বাচনী প্রচারণার সময় তিনি ইতোমধ্যে কয়েকজন ভোটারের চোখের সমস্যা সমাধান করেছেন। রামজীবন ইউনিয়নের বিএনপির কর্মী ইঞ্জিনিয়ার মোঃ রুবেল মিয়া বলেন, “ডাক্তার জিয়া মানুষের জন্য কিছু করতে চান। তাই তাকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।”
বিশিষ্ট চক্ষু চিকিৎসক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী জিয়া বলেন, “আমি এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। একজন চক্ষু ডাক্তার হিসেবে আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চোখের সমস্যা সমাধান করার চেষ্টা করছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

