AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৮:২৩ পিএম, ২৬ নভেম্বর, ২০২৫

পাবিপ্রবির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ০৭/১২/২০২৫ খ্রিস্টাব্দ থেকে কার্যকর করে ড. মীর হুমায়ূন কবীরকে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ডিনের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি দায়িত্বভাতা পাবেন।

অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে এমফিল এবং ২০২১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে এফ এম রেডিওর সূচনার সময়ে রেডিও টুডে ৮৯.৬-এ উপস্থাপনার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর তিনি ঢাকা এফ এম ৯০.৪-এ সিনিয়র প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং পরিবহন পুল প্রশাসকের দায়িত্বে রয়েছেন। একই সাথে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টাও।

নবগঠিত ডিন অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণার অনুকূল পরিবেশ তৈরি, বিভাগগুলোর ক্লাস ও পরীক্ষা গতিশীল রাখা এবং অনুষদের তত্ত্বাবধানে নিয়মিত সেমিনার আয়োজন আমার লক্ষ্য থাকবে।”

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!