AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতীতে খুচরা সার ডিলারদের স্মারকলিপি: সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন



ঝিনাইগাতীতে খুচরা সার ডিলারদের স্মারকলিপি: সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন

সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খুচরা সার বিক্রেতারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নে ৬৩ জন খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে সার বিক্রি করে আসছেন। কিন্তু গত ১৬ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তাদের কার্যক্রম চালু থাকবে। এরপর খুচরা সার বিক্রেতাদের ক্রয়–বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে, যা ডিলারদের জীবন–জীবিকাকে মারাত্মক সংকটে ফেলবে।

ডিলাররা জানান, দীর্ঘদিনের ব্যবসায় কৃষকদের নিকট তাদের ২৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত পাওনা রয়েছে। পাশাপাশি ব্যাংক, বিভিন্ন এনজিও, কোম্পানি ও মহাজনের কাছে রয়েছে লক্ষ লক্ষ টাকার ঋণ। খুচরা সার ব্যবসা বন্ধ হয়ে গেলে তারা আর্থিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়বেন এবং পরিবার–পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হবেন।

খুচরা সার ডিলার না থাকলে কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যাহত হবে এবং কৃষি উৎপাদনেও বিরূপ প্রভাব পড়বে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। তাই ‘সার সংক্রান্ত নীতিমালা ২০২৫’ বাতিল করে পূর্বের নীতিমালা অনুযায়ী খুচরা সার ডিলার বহাল রাখার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইগাতী সার খুচরা ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ঝন্টু এবং কার্যকরী সদস্য মো. আব্দুল আলীম।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!