পিলো পাসিং, হাঁড়ি ভাঙা, গোলপোস্টে বল ফেলা ও লটারি সহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা।
একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিফতাহুল ইসলাম শাওন এবং সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. রাজন আহমেদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
যবিপ্রবি মেহেরপুর জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিফতাহুল ইসলাম শাওন এবং সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. রাজন আহমেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি লিমন, ফিরোজ হোসাইন, মিথুন বিশ্বাস ও আরিফুল ইসলাম ,সহ-সাধারণ সম্পাদক মো. কাবীর ও আনিকা তাবাসসুম আঁখি, সাংগঠনিক সম্পাদক মো. মাহিম পারভেজ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসিফ, বিপ্লব, সাইদ ও আব্দুল্লাহ ,প্রচার সম্পাদক রাজিন সালেহ, তামিম ও সুমাইয়া আফরোজ , সাংস্কৃতিক সম্পাদক সোহাগ, উম্মে হানিফা, ফিমা, আকিদুল ও ইসরাত জাহান এবং সদস্য হিসেবে রয়েছেন ফয়সাল মাহমুদ, ইমরান নাজির, আসানুর রহমান, জুবাইয়া ইয়াসমিন, মিথি ও হাবিবা।
নতুন কমিটির সভাপতি মিফতাহুল ইসলাম শাওন তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সিনিয়র ভাইদের, যারা আমাকে এই দায়িত্বের উপযুক্ত মনে করেছেন। আমি বিশ্বাস করি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের মেহেরপুরের শিক্ষার্থীদের নিয়ে আরও এগিয়ে যেতে পারবো। শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, এর বাইরে সব ক্ষেত্রেই আমাদের যাস্টিয়ানদের সক্রিয় উপস্থিতি থাকবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

