জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন আসন্ন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবারও শিফট ভিত্তিক পদ্ধতি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এই পদ্ধতির বিরুদ্ধে সমালোচনা থাকলেও প্রশাসন তা পরিবর্তনের কোনো পদক্ষেপ নেয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে প্রতিটি ইউনিটের পরীক্ষার্থী সংখ্যা বেশি হওয়ার কারণে আগের বছরের মতো এবারও সকাল-বিকেল দুই বা ততোধিক শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রশাসনের দাবি, সীমিত আসনসংখ্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে একদিনে একসঙ্গে সব পরীক্ষার্থীকে বসানো সম্ভব নয়।
তবে শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, শিফট ভিত্তিক পরীক্ষায় প্রশ্নের মান ও জটিলতা এক নয় বলে ভর্তি প্রক্রিয়ায় বৈষম্য তৈরি হয়। প্রথম শিফটে সহজ প্রশ্ন পেলে পরের শিফটের পরীক্ষার্থীরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়ে। এতে মেধার সঠিক মূল্যায়ন হয় না এবং অনেক যোগ্য শিক্ষার্থী বঞ্চিত হন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এবি এম আজিজুর রহমান বলেন, “আমাদের আজকের আলোচনা শুধু পরীক্ষার যথাযথ তারিখ নির্ধারণ এর বিষয়ে ছিল। আমরা চেষ্টা করব যাতে প্রশ্নপত্রের মান এক থাকে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী মাসের ডিসেম্বর এর ২১ তারিখে শুরু হওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

