ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামে মেয়ের বিয়ের ঠিক আগ মুহূর্তে গ্রামের কৃষক খলিলুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করায় পরিবার ও এলাকার মধ্যে শোক ও হতাশার ছায়া নেমে আসে।
স্থানীয়দের দাবি, খলিল কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। মেয়ের বিয়ের জন্য তিনশ’াধিক অতিথির খাওয়ার আয়োজন ও সাজসজ্জার সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে হঠাৎ পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি বিস্ফোরণ আইনের মামলায় আটক হয়েছেন।
খলিলের স্ত্রী নাজমা বলেন, “আমার স্বামী রাজনীতিতে জড়িত ছিলেন না। তিনি একজন সাধারণ কৃষক। এলাকার কয়েকজন লোকই জায়গা ও জমির বিরোধকে কেন্দ্র করে ষড়যন্ত্র করেছে। আমরা চাই স্বাভাবিকভাবে তাঁকে দ্রুত জামিন দেওয়া হোক।”
প্রতিবেশী বেলাল আরও বলেন, “খলিল সম্পূর্ণ নির্দোষ। মেয়ের বিয়ের আগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশে এ ধরনের আচরণ অযৌক্তিক ও অমানবিক।”
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খলিলকে গ্রেপ্তার করা হয়েছে।”
ঘটনাস্থলে দেখা যায়, স্থানীয় ও আত্মীয়স্বজনদের সহায়তায় বিয়ের সাজসজ্জার কাজ চললেও পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ভুগছেন। কনেরও মন খারাপ থাকার কারণে বিয়ের আনন্দ অর্ধেকভাবে অনুভূত হচ্ছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

