দীর্ঘ সাত বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মীর নূরনবী। জীবনের কঠিন এই যুদ্ধে তিনি কখনো হার মানেননি। তবে সম্প্রতি ক্যান্সার আবার ফিরে এসেছে—এবার তা ছড়িয়ে পড়েছে তার ফুসফুসে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে বর্তমানে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।
নূর নবীর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে তার সহপাঠী, বন্ধু ও বিশ্ববিদ্যালয় পরিবার। তার চিকিৎসা ব্যয় মেটাতে আগামী ২৩ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে একটি বিশেষ চ্যারিটি কনসার্ট—“জীবনের জন্য গান”।
২০১৭ সালে এসএসসি পরীক্ষার পর নূর নবীর শরীরে প্রথম ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার অংশ হিসেবে তখন তার বাম পা কেটে ফেলতে হয়। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি মনোবল হারাননি। জীবনের প্রতি প্রবল ভালোবাসা ও শিক্ষা অর্জনের অদম্য ইচ্ছা থেকেই তিনি ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে। প্রতিদিন সাভার থেকে প্রায় ৫৫ কিলোমিটার পথ অতিক্রম করে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতেন তিনি। ইতোমধ্যে তিনি সফলভাবে সাতটি সেমিস্টার সম্পন্ন করেছেন।
সহপাঠীরা জানান, নূর নবী সবসময় হাসিখুশি, পরিশ্রমী ও ইতিবাচক মনোভাবসম্পন্ন একজন তরুণ। ক্যান্সারের মতো কঠিন ব্যাধির মুখেও তিনি কখনো হতাশ হননি। তার এই সংগ্রামী জীবন বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
কিন্তু সম্প্রতি ক্যান্সার পুনরায় ধরা পড়ায় পরিবারটি এখন আর্থিকভাবে বিপর্যস্ত। চিকিৎসার ব্যয় জোগাতে না পারায় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সমাজের সকল শ্রেণির মানুষের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন।
এই আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন নূর নবীর পাশে দাঁড়াতে। তাদের উদ্যোগেই আয়োজিত হচ্ছে চ্যারিটি কনসার্ট “জীবনের জন্য গান”, যার সমস্ত আয় ব্যয় করা হবে নূর নবীর চিকিৎসার জন্য।
কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। লাইনআপে থাকছে— অ্যাসেজ, নেমেসিস, কুড়েঘর, ফিরোজ জং, সোহান আলী, আপেক্ষিক, গল্প, চান্দের গাড়ি, এভারর্স এবং স্বরূপ।
স্থান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
তারিখ: ২৩ নভেম্বর
টিকিট মূল্য: ২৫০ টাকা
টিকিট পাওয়া যাবে অনলাইনে: https://shorturl.at/rzrWc
সরাসরি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, “এই কনসার্টের প্রতিটি টিকিটই একটি জীবনের প্রতি সহানুভূতির প্রতীক। সংগীতের মাধ্যমে আমরা সবাই মিলে নূর নবীর পাশে দাঁড়াতে চাই।”
যারা সরাসরি আর্থিক সহায়তা করতে চান, তারা নিম্নোক্ত মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন:
Bank: Agrani Bank Limited, Savar Branch
Account Name: Mir Nurnobi
Account No: 0200018628684
Routing: 010264094
SWIFT: AGBKBDDH
bKash / Nagad (Personal): 01792823654
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বাস করেন—একটি মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় মানবতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে একটাই আহ্বান, “আমাদের বন্ধু নূর নবী আবার ক্লাসে ফিরুক, পরীক্ষার হলে বসুক, হাসুক: এই স্বপ্নটাই এখন আমাদের সবার”।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

