AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে আরটিসির উদ্যোগে ট্রেনিং কোর্সের সনদ বিতরণ



পবিপ্রবিতে আরটিসির উদ্যোগে ট্রেনিং কোর্সের সনদ বিতরণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (আরটিসি) উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ সনদ বিতরণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (আরটিসি) পরিচালক প্রফেসর ড. মামুন-উর-রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরটিসির ডেপুটি রেজিস্ট্রার মো. বেলাল হোসেন।

অনুষ্ঠানে “মেশিন লার্নিং ফর ইনোভেশন অ্যান্ড অপটিমাইজেশন ইন এগ্রি-ফুড সাপ্লাই চেইন” এবং “ইনটেনসিভ ইংলিশ প্রোগ্রাম (আইইপি)” শীর্ষক দুটি ওপেন কোর্সের শিক্ষক ও শিক্ষার্থী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মামুন-উর-রশিদ বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তির সঙ্গে দ্রুত এগিয়ে যাচ্ছে। মেশিন লার্নিং কোর্সটি যেভাবে সাজানো হয়েছে, তা প্রশিক্ষণার্থীদের একাডেমিক ও গবেষণাক্ষেত্রে আরও অগ্রসর হতে সহায়তা করবে। পাশাপাশি ল্যাংগুয়েজ কোর্সটি শিক্ষার্থীদের ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এমন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য মেশিন লার্নিং ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। শিক্ষার্থীদের এই প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুললে ভবিষ্যতের কৃষি হবে আরও টেকসই, উদ্ভাবননির্ভর ও প্রতিযোগিতামূলক।”

তিনি আরও বলেন, “তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, উৎপাদন পরিকল্পনা, সরবরাহ ব্যবস্থাপনা এবং বাজার বিশ্লেষণে মেশিন লার্নিংয়ের প্রয়োগ ভবিষ্যতের কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের প্রতিটি ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা বিশ্লেষণের সমন্বয় ঘটাতে পারলে দেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”

আয়োজনে উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. তাকিবুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. সুজাহাঙ্গির কবির সরকার, ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান প্রফেসর বদিউজ্জামান, শিক্ষক সুলতানা জাহানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!