প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা পদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় যবিপ্রবি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন করে পিইএসএস বিভাগের শিক্ষার্থীরা।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান ইমরান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করে সরকার প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু ধর্মীয় কারণে সঙ্গীত বাদ দেওয়া হলেও, শারীরিক শিক্ষাকেও কেন বাতিল করা হলো তা বোধগম্য নয়। শারীরিক শিক্ষা শিশুর মানসিক ও শারীরিক বিকাশের অপরিহার্য অংশ, এর বিকল্প নেই। উন্নত দেশগুলোতে প্রাথমিক পর্যায় থেকেই শারীরিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি—অতি দ্রুত শারীরিক শিক্ষা পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করা হোক, নতুবা আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।
এছাড়া উক্ত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্রেয়া ভৌমিক বলেন, শারীরিক শিক্ষা কেবল একটি বিষয় নয়, এটি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। উন্নত দেশগুলোতে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময় থাকে শারীরিক ব্যায়ামের, অথচ আমাদের দেশে এটি প্রাথমিক শিক্ষা কারিকুলাম থেকে বাদ দেওয়া হয়েছে—যা অত্যন্ত হতাশাজনক। একটি সুস্থ শিশুই পারে একটি সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে। শারীরিক শিক্ষা সেই ভিত্তি গড়ে দেয়। তাই আমরা দৃঢ়ভাবে বলছি, শারীরিক শিক্ষা পুনর্বহাল ছাড়া প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা সম্ভব নয়। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে প্রাথমিক শিক্ষায় শারীরিক শিক্ষা পদ পুনর্বহাল করা হোক।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা পদ সৃষ্টির প্রজ্ঞাপন জারি হয়েছিল। পরে ২ নভেম্বর ২০২৫ তারিখে সেই প্রজ্ঞাপন বাতিল করে দেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

