জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ছাত্রদল নেতা নাইমুর রহমান দূর্জয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ৷
সোমবার (৩ নভেম্বর) জামালপুর শহরের ফৌজদারি এলাকায় জাবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিনামূল্যে শিক্ষা কার্যক্রমের প্লাটফর্ম ‘সবুজ স্বপ্ন’ এ পড়ুয়া অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করে ছাত্রদল নেতা দূর্জয় ৷ মানবিক উদ্যোগ হিসেবে খাতা, কলম, পেন্সিল, ইরেজার, কাটার, সিলেট ইত্যাদি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়৷
এ সময় উপস্থিত ছিলেন জাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, যুগ্ম আহবায়ক দেওয়ান মোর্শেদউর রহমান, সবুজ স্বপ্ন প্ল্যাটফর্মের উদ্যোক্তা আরমান আলিফসহ জাবিপ্রবি ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা লক্ষ্য করা যায়।
ছাত্রদল নেতা নাইমুর রহমান দূর্জয় বলেন, ‘শিক্ষাই একটি শিশুর জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমি চাই প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। আমার এই ধরনের উদ্যোগ অতীতেও ছিলো এবং ভবিষ্যতেও চলমান থাকবে।’
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
