AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই বিরোধী শক্তির আস্ফালনের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৪:২৮ পিএম, ২ নভেম্বর, ২০২৫

জুলাই বিরোধী শক্তির আস্ফালনের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিরোধী শক্তির আস্ফালনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। রবিবার (২ নভেম্বর) দুপুর ১টায়‌ মিছিল বটতলা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। 

এসময় তারা, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘দালালদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

সাবেক সমন্বয়ক এস.এম.সুইট বলেন, রাঘোববোয়াল দের তালিকা থেকে বাদ দিয়ে তুলনামূলক কম দোষী দের তালিকায় রাখা হয়েছে। জুলাই বিরোধী ভূমিকায় প্রশাসন যাদের তালিকা দিয়েছে সেটা সংক্ষিপ্ত তালিকা। যারা গণহত্যার নেতৃত্ব দিত ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের নাম এই তালিকায় নাই। যেসকল শিক্ষার্থীরা জুলাই আন্দোলন করেছে তাদের মার্কস ও এটেনডেন্সের লোভ দেখিয়ে অভ্যুত্থানবিরোধীদের পক্ষে আন্দোলন করানো হচ্ছে।

ছাত্রদলের সদস্য নূর উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতির নাম ছাড়া একটা প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্তকে আমরা ঘৃণা ভাবে প্রত্যাখ্যান করছি। চুনোপুঁটি দেরকে বহিষ্কার করার যে নাটক, যে প্রহসন, সেই প্রহসনকে আমরা ঘৃণ্যাভরে প্রত্যাখ্যান করছি। এই বিশ্ববিদ্যালয়ের সদ্য পালিয়ে যাওয়া যে প্রশাসন, সালামের যে প্রশাসনে প্রক্টর, ট্রেজারার, প্রো-ভিসি ছিল তাদের বিরুদ্ধে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা না নিয়ে হাতেগোনা কয়েকজন চুনোপুঁটি কে সাময়িক বহিষ্কারের নাটকের প্রতিবাদ জানাই।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের বিরোধীতাকারী হিসেবে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!