AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
অধ্যাপক শহীদুল ইসলাম

“ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ শক্তি কাজে লাগাতে হবে”


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৮:১২ পিএম, ২২ অক্টোবর, ২০২৫

“ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ শক্তি কাজে লাগাতে হবে”

আগামী নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে মিরপুরে বিএনপির কর্মী সভায় অংশগ্রহণকালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, ধানের শীষকে বিজয়ী করতে এলাকায় ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগানো আবশ্যক।

তিনি বলেন, “যারা নির্বাচনের জন্য নমিনেশন চাচ্ছে, তারা বিগত কোনো নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেননি, তারপরও সাধারণ জনগণ আমাকে তিনবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। এলাকায় সাধারণ মানুষ এবং রিকশা-ভ্যান চালকদের কাছে জিজ্ঞেস করুন, কোন আমলে বেশি উন্নয়ন হয়েছে; সবাই বলবে, বিএনপির সময় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। আমি এলাকার বিএনপির সকল নেতা-কর্মীদের সুসংগঠিত করে রেখেছি।”

অধ্যাপক শহীদুল ইসলাম আহসান হাবিব লিংকন প্রসঙ্গে বলেন, “২০১৮ সালের নির্বাচনের পর তিনি বিএনপির নেতা-কর্মীদের খোঁজ খবর রাখেননি। তখন মিরপুরের হাজার হাজার নেতা-কর্মীর নামে মামলা হয়েছিল। সেই সময় আমি দলীয়ভাবে নেতা-কর্মীদের পাশে থেকে আর্থিক ও ন্যায়সঙ্গত সহযোগিতা করেছি। ২০০৬ সালের লাঙ্গি বৈঠার আন্দোলনের সময়ও বিএনপির নেতা-কর্মীদের ক্ষতি করার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু আমরা পাশে ছিলাম। লিংকন কখনো দলের দূর্দিনে পাশে ছিলেন না।”

উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমি মিরপুর ভেড়ামারাতে হাজার হাজার কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করেছি, বিদ্যুৎ সংযোগ দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানে এমপি ভুক্তি ও ভবন নির্মাণ করেছি। সাগরখালী বাঁধের সমস্যা সমাধান করেছি। দুটি ফায়ার স্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা করা হয়েছে। জনগণ আমাকে ‘উন্নয়নের রূপকার’ উপাধিতে ভূষিত করেছে। ভবিষ্যতে এমপি হলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাল্লাহ।”

সভায় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি নূর-এ আল আমীন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশাদুল হকের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান বাবু, উপজেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক শিশু বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান নয়ন, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপজেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. খাইরুজ্জামান খাইরুল, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, বিএনপি নেতা চানিক মেম্বার, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!