AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর ভাই, সন্ধান চায় পরিবার


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৭:৪২ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

চার দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর ভাই, সন্ধান চায় পরিবার

চার দিন ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী হাসিব বিল্লাহ’র বড় ভাই সাইফুজ্জামান কাউসার (৩০)। গত ৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাড়ি থেকে বের হওয়ার পর আর সন্ধান মেলেনি। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ এলাকায়। কাউসার এ কে এম সিদ্দিক এর ছেলে।

এ ঘটনায় ১০ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরিভূক্তির আবেদন করেছে  নিখোঁজের স্ত্রী শিমু। থানার জিডি নং: ৫৪০, ট্র্যাকিং নং: U3BKRU.। এছাড়াও তার কোনো সন্ধান পেলে 01768669291, 01571045597 নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে তার পরিবার।

জিডিতে উল্লেখ রয়েছে, সাইফুজ্জামানের শারিরিক গঠন শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজ হওয়ার আগে হাফহাতা টিশার্ট ও প্যান্ট পরনে ছিল। নিখোঁজের সময় 01714652337 ও 01974752337 নম্বর সাথে ছিল।

নিখোঁজের ভাই হাসিব বিল্লাহ জানান, আমার বড় ভাই সিম কোম্পানি বাংলালিংক এর উপজেলা শহরে ম্যানেজারের দায়িত্বে ছিলেন। গুগল ম্যাপ থেকে ভাইয়ের সর্বশেষ লোকেশন পাওয়া গেছে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ গ্রামে। যেখানে লোকেশন পাওয়া গেছে। এলাকাটা খুব শুনশান ও গায়ে কাটা দেওয়ার মতো। আমার ভাই নিখোঁজ হয়েছে চারদিন হয়ে গেল। এখনো কোনো সন্ধান পাইনি। আমি আমার ভাইয়ের সন্ধান চাই। আমার পরিচিত বড় ভাই, ছোট ভাই ও প্রশাসনিক ব্যক্তিবর্গের কাছে আকুল আবেদন, আমার ভাইকে আমার মায়ের কোলে ফিরিয়ে দিন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের তদন্ত চলমান রয়েছে। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি চলছে। নিখোঁজের পরিবার জিডি করেছে। এদিকে বাংলালিংকে সে চাকরি করতো, তারাও একটা অভিযোগ করেছে। তারা দাবি করেছে, ‘নিখোঁজ ছেলেটার কাছে আড়াইলাখ টাকা পায়। এ কারণে আত্মগোপনে থাকতে পারে।’ তাই না পাওয়া পর্যন্ত স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তার মোবাইলের লাস্ট লোকেশন আমরা পেয়েছি বাগেরহাটের মোড়লগঞ্জে। তারপর থেকে পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!