AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবি শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নবীনবরণ অনুষ্ঠিত


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৮:১১ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জবি শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নবীনবরণ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ কতৃক ২০ তম আর্বতনের সনাতনী শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের শ্রীমদ্ভাগবতগীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভারম্ভ হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২২২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা শ্রী চৈতন্য সংঘের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক সুব্রত মজুমদার, ইঞ্জিনিয়ার অপূর্ব সাহা ও ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপংকর চন্দ্র শীল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘের কোষাধ্যক্ষ নীলা দে ও যুগ্ম সাধারণ সম্পাদক শুভ দাশ।

এ সময় শ্রী চৈতন্য সংঘের সভাপতি হৃদয় সূত্রধর বলেন, “শ্রী চৈতন্য শিক্ষা সংস্কৃতি সংঘ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের সনাতনী ভাই-বোনদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রাখা।” এছাড়াও তিনি দিকনির্দেশনামূলক কিছু কথা বলেন এবং সকল সনাতনী শিক্ষার্থীদের সংঘে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সনাতনী শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সনাতনী শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!