জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নতুন কলা ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগপত্র প্রকাশ করেন। মাফরুহী সাত্তার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন চলাকালে অসুস্থ হয়ে পড়লেও দায়িত্ব পালন করেছি। কিন্তু সার্বিক অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে আমি আর কমিশনের দায়িত্বে থাকতে চাই না।”
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ভেতরেই অসহযোগিতা বিদ্যমান ছিল, যা পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করে তুলেছে। নির্বাচনী ত্রুটি দূরীকরণে দেওয়া প্রস্তাবগুলোও গৃহীত হয়নি বলে জানান তিনি।
মাফরুহী সাত্তার আরও বলেন, “আজ প্রধান নির্বাচন কমিশনার সভা ডাকেন। সেখানে নির্বাচন নিয়ে ওঠা অভিযোগ পর্যালোচনার পর ভোটগণনা স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা গণনা চালু করেন। এ অবস্থায় আমি মনে করি কমিশনে দায়িত্ব পালন করা আর সম্ভব নয়। তাই পদত্যাগ করছি।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে