জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সাময়িক স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রাতের মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে কেন্দ্রীয় সংসদের ভোটগণনা কার্যক্রম শুরু হয়। এর আগে বিকেলে জরুরি বৈঠকের কারণে গণনা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের একজন সহকর্মীর মৃত্যুর কারণে কিছুক্ষণ গণনা স্থগিত রাখতে হয়েছিল। জুমার নামাজের সময়ও কিছু সময় গণনা বন্ধ ছিল। বর্তমানে ভোটগণনা চলছে এবং অব্যাহত থাকবে। হাতে গণনা হওয়ায় নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে আজ রাতের মধ্যেই ফলাফল জানানো হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে এনে রাত ১০টার পর থেকে গণনা শুরু করা হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

