জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায়। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার একদিনেরও বেশি সময় পার হলেও এখনো ফলাফল প্রকাশিত হয়নি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর আকস্মিকভাবে ভোটগণনা বন্ধ ঘোষণা করা হয়।
সূত্র জানায়, ভোটগণনা স্থগিত রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের মধ্যে এক জরুরি বৈঠক চলছে। পরিস্থিতি মূল্যায়ন ও পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক ডাকা হয়েছে। সংশ্লিষ্ট সবার প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে প্রশাসন জানিয়েছে, শিগগিরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হবে।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। তাদের মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোটগণনা শুরু হলেও শুক্রবার বিকেলে হঠাৎ তা স্থগিত হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের জানান, দিনের মধ্যে হলভিত্তিক ভোটগণনা শেষ করার পরিকল্পনা ছিল। রাত ১০টা থেকে ১১টার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল প্রস্তুত করে অনানুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা থাকলেও হঠাৎ জরুরি বৈঠকের কারণে গণনা প্রক্রিয়া বন্ধ রাখতে হয়েছে।
একুশে সংবাদ/এ.জে