AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে সাদিক কায়েম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০১ এএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলের ফল প্রকাশিত হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় আড়াইগুণ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।

ফল ঘোষণা করা হলগুলো হলো— শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৪টার দিকে সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন মোট ১২ হাজার ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পান ৪ হাজার ৯১৫ ভোট।

তবে ফলাফল ঘোষণার আগেই ফেসবুকে এক পোস্টে আবিদুল লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরেই অনুমান করেছিলাম। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই প্রহসন আমি প্রত্যাখ্যান করলাম।”

রাত পৌনে ২টা থেকে হলভিত্তিক ফল ঘোষণা শুরু হলেও ভোর সাড়ে ৪টা পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন শিবির-সমর্থিত এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে আছেন মহিউদ্দিন খান।

দীর্ঘ ছয় বছর পর আয়োজিত ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এবার বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ জন।

ভোটার তালিকায় ছিলেন মোট ৩৯ হাজার ৭৭৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ভোটগ্রহণে অংশ নিয়েছেন ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!