ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তিনটি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ২০১০ ভোটে এগিয়ে রয়েছেন।
ঘোষণা অনুযায়ী কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯; মেঘ মল্লার বসু ৯৯; আবু বাকের মজুমদার ৩৪১ ও তানভির বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন।
অমর একুশে হলের ফলাফলে আবু সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৪১ ভোট।
আর সুফিয়া কামাল হলে সাদিক কায়েম পেয়েছেন ১২৭০ ভোট, আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩। দুই কেন্দ্রের ফলাফলে সাদিক কায়েম ১ হাজার ৩৫০ ভোটে এগিয়ে রয়েছেন।
একুশে সংবাদ/এ.জে