AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে সিরাত কার্নিভাল অনুষ্ঠিত


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি,যবিপ্রবি প্রতিনিধি
১০:২৩ এএম, ৫ সেপ্টেম্বর, ২০২৫

যবিপ্রবিতে সিরাত কার্নিভাল অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সিরাত কার্নিভাল প্রতিযোগিতা-২০২৫।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে (ছেলেদের) এবং স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ১০৬ নং রুমে (মেয়েদের) কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে এই কার্নিভাল শুরু হয়। উক্ত কার্নিভালে কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, উপস্থিত বক্তৃতা, সিরাত কুইজ, ইসলামি ক্যালিওগ্রাফি প্রতিযোগিতায় মোট ১৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত আলোচনায় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ বলেন, আমরা সবাই জীবনে সফলতা অর্জন করতে চাই। তবে মনে রাখতে হবে, সফলতা হঠাৎ করে বা বিনা পরিশ্রমে আসে না। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম,ধৈর্য্য এবং সঠিক দিকনির্দেশনা। আল্লাহ তাআলা আমাদের জন্য সফলতার সঠিক সংজ্ঞা দিয়েছেন। তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য, তার দাসত্ব করার জন্য। সুতরাং যে যত বেশি আল্লাহর দাসত্ব করবে, প্রকৃতপক্ষে সেই-ই তত বেশি সফল। কেবল বাহ্যিক সৌন্দর্য, পদ-মর্যাদা বা সম্পদই সফলতার মানদণ্ড নয়। কেউ বাহ্যিকভাবে সুন্দর হলেও যদি তার জীবনে তাকওয়া না থাকে তবে সে সফল নয়। আবার কেউ সাধারণ চেহারার হলেও, যদি তার অন্তরে ঈমান ও আমল থাকে, তবে সে-ই আল্লাহর কাছে সফল।

কার্নিভালে বিচারকমণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক কালচারাল সোসাইটির উপদেষ্টা ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: ফরহাদ বুলবুল, মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসেন, কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন রুহুল আমিন ও বায়োমেডিক্যাল বিভাগের শিক্ষার্থী মোঃ নাঈম জামান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!