জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন দিয়েছে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২৮ আগস্ট) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে ৩০ আগস্টের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দেয়া হয়েছিল।
আলটিমেটাম শেষ হওয়ার পরও যথাযথ কতৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাত ১০:৩০ ঘটিকায় একাডেমিক-১ তালা ঝুলানোর মধ্য দিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ বিষয়ে ডিভিএম ১৯-২০ সেশনের অর্জুন দাস বলেন,"আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেয়ায় এবং একাডেমিক কাউন্সিল গঠন না করায় আমরা পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।"
এএইচ ২০-২১ সেশনের আবু বকর সিদ্দিক বলেন,"প্রশাসন আন্দলোনরত শিক্ষার্থীদের বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট পাবলিশ এবং জরুরি একাডেমিক কাউন্সিল গঠন করতে না পারায় আমরা এএনএসভিএম অনুষদ কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। যতদিন পর্যন্ত একাডেমিক কাউন্সিল গঠন করা না হবে আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন,"অনুষদীয় লাইব্রেরী, এম্বুলেন্স সেবা, ভেটেরিনারি টিচিং হসপিটাল সহ অন্যান্য সকল জরুরি কার্যক্রম এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।"
উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাতে মশাল মিছিল নিয়ে অনুষদের একাডেমিক ভবন-২ এবং সকালে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/এ.জে