স্বনামধন্য ও প্রতিনিধিত্বশীল কবি, আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে উদ্বোধন হল বাংলাদেশের প্রথম স্ট্যান্ডআপ পোয়েট্রি প্লাটফর্মের। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কবিতা পাঠ, আবহসঙ্গীত ও কনটেম্পোরারি কোরিওগ্রাফি উপস্থাপনের মাধ্যমে রাজধানীর গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর অডিটরিয়ামে শব্দায়ন – এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম এর উদ্বোধন করা হয়। অতঃপর শব্দায়নের উদ্যোগটির বাস্তবায়ন সহযোগী গোয়েথে-ইন্সটিটিউট বাংলাদেশ এবং এমপাওয়ারড বাই/ পৃষ্ঠপোষকতায় ইউসিএসআই ইউনিভার্সিটি। প্ল্যাটফর্মের ব্রান্ডিং পার্টনার বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।
এতে অংশ নেন দেশের স্বনামধন্য ও প্রতিনিধিত্বশীল কবি, আবৃত্তিশিল্পী ও অন্যান্যরা। আয়োজনে ধ্রুপদী ও সমকালীন বাংলা ভাষার কবিতার পাশাপাশি মান্দি, ইংরেজি ও জার্মান ভাষায় কবিতা পাঠের সাথে আবহসঙ্গীত ও কনটেম্পোরারি কোরিওগ্রাফি উপস্থাপন করা হয়।
এই আয়োজনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কবি ও আবৃত্তিশিল্পীরা হলেন, আফাজ উদ্দিন কবিরাজ, টিটো মুন্সী, মিঠুন রাকসাম, রিংকু রাহী, থিওটোনিয়াস গমেজ, মনিরুল মনির, পিয়াস মজিদ, শিবু কুমার শীল, শাহ্নাজ মুন্নী, ফ্র্যাঙ্ক ভের্নার, উম্মে রায়হানা, টোকন ঠাকুর, নিশাত জাহান রানা এবং আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদাব হাশমি এবং মারিয়া ফারিহ্ উপমা। ম্যাশ-মাহবুব কোরিওগ্রাফি টিম কনটেম্পোরারি নৃত্য এবং কবি ও শিল্পী শিবু কুমার শীল ও টিম আবহসঙ্গীত করেছেন। অনুষ্ঠান শেষে শব্দায়ন প্ল্যাটফর্মের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন অতঃপর শব্দায়নের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ ভিশনারি অফিসার(সিভিও) যোবায়ের শাওন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কবি তারিক-উল ইসলাম, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি তুষার প্রসুনসহ আরো অনেকে।
এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রতিটি কবিতা পাঠের অডিও-ভিজ্যুয়াল আয়োজক ও সহযোগিদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসমূহের মাধ্যমে পরবর্তীতে প্রচার করা হবে। উদ্বোধন পরবর্তী এই উদ্যোগটি দেশের আটটি বিভাগেই পর্যায়ক্রমে আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।
একুশে সংবাদ/এ.জে