AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবীনদের স্বাগত জানাতে পবিপ্রবিতে ইমিডিয়েট শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন



নবীনদের স্বাগত জানাতে পবিপ্রবিতে ইমিডিয়েট শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিয়েছে তাদের ইমিডিয়েট সেশন।

সোমবার (২৫ আগস্ট) পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা নবীন বরণের এ আয়োজন করে। সকাল থেকে অনুষ্ঠানকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রঙিন আলপনা, ঝলমলে লাইটিং ও নান্দনিক সজ্জায় ক্যাম্পাস সাজানো হয় নতুন রূপে। বিকাল ৫টায় ফরমাল রিসেপশনের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে পর্যায়ক্রমে ফটোসেশন, চা-পর্ব, ফ্রেশারদের সঙ্গে আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের ডিনার পার্টির মাধ্যমে নবীন বরণ সম্পন্ন হয়।

সিনিয়রদের আন্তরিকতা ও স্নেহময় আচরণে মুগ্ধ হয়ে নবীন শিক্ষার্থী সৃষ্টি মণ্ডল বলেন, “এরকম অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা খুব খুশি। পরিবার ছেড়ে পাঁচ বছরের জন্য এখানে এসেছি। এখানে এরকম অনুষ্ঠান দেখে মনে হচ্ছে আমরা নিজের আপন ঘরেই আছি।”

আরেক নবীন শিক্ষার্থী জয় সরকার বলেন, “অনুষ্ঠানের সাজসজ্জা খুবই সুন্দর। সিনিয়র ভাইয়া-আপুরা আমাদের খুব আন্তরিকভাবে আপন করে নিয়েছেন। তাদের প্রতি আমাদের সম্মান আরও বেড়ে গেছে।”

২৩-২৪ সেশনের আয়োজক রেজোয়ান কবির শায়েখ জানান, “আমাদের বরিশাল ক্যাম্পাসে এ ধরনের অনুষ্ঠান প্রথমবারের মতো হলো। আমরা চেয়েছি আমাদের থেকেই নতুন কিছু শুরু হোক। যেকোনো সমস্যা হলে আমরা সর্বাত্মকভাবে জুনিয়রদের পাশে থাকবো।”

একই সেশনের শিক্ষার্থী মো. খালিদ বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি জুনিয়রদের জন্য নতুন কিছু করার। আশা করছি তোমরা এগুলো ধরে রাখবে, নিজেদের মধ্যে বন্ধন বাড়াবে, বিভেদ সৃষ্টি করবে না। দিনশেষে সবাই আমরা একটি পরিবারের মতো। পড়াশোনা সিরিয়াসলি নেবে—কষ্ট থাকবে, পরিশ্রম থাকবে, আনন্দও থাকবে। তবে পরিবার সবসময় পরিবার হিসেবেই থাকবে।”

শিক্ষার্থীদের প্রত্যাশা—বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীনবরণসহ শিক্ষার্থীদের সার্বিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে। তাতে যেকোনো আয়োজন আরও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

উল্লেখ্য, নবীন শিক্ষার্থীদের তাদের ইমিডিয়েট সেশন কর্তৃক বরণ—পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে এই প্রথম। নবীনদের আগমনে আয়োজিত এ অনুষ্ঠান ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!