যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদনান মু`য়ীদ।
১৮ ই আগস্ট সহকারী অধ্যাপক তানভীর আহমেদ ও সহযোগী অধ্যাপক ফরহাদ বুলবুল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সামিউল ফাহিম (এফই )ও নাজমুস সাকিব শিবলী (সিএসই), সহ-সাধারণ সম্পাদক ইমদাদুল হক (ফিজিক্স ), সাংগঠনিক সম্পাদক জালিস মাহমুদ (জিইবিটি), কোষাধ্যক্ষ মোঃ ওয়ারিসুর রহমান (মাইক্রোবায়োলজি), সহকারী কোষাধ্যক্ষ সাদিকুল ইসলাম (এফবি), দপ্তর সম্পাদক সাকলাইন মুসতাক নাঈম (এনএইচএস), মিডিয়া ও আইটি সম্পাদক তাহসিন আরাফাত (সিএসই), সহকারী মিডিয়া ও আইটি সম্পাদক আবির হাসান (সিএসই), প্রচার ও প্রকাশনা সম্পাদক এজাজুল ইসলাম (সিএসই), সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহাদ হাসান সিয়াম (সিএসই), মাল্টিমিডিয়া ও ডিজাইনার সুহাইল আল জায়েদ (আইপিই), দাওয়াহ বিষয়ক সম্পাদক শাম্মাম সাদিক (পিটিআর), ইসলাম ও সমসাময়িক বিষয় বিশ্লেষক ফয়সাল আহমেদ (ফিজিক্স), সমাজকল্যাণ সম্পাদক শাহেদ হাসান শায়েখ (ফিজিক্স), দ্বীনী শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নওয়াজিশ তাহমিদ (এনএফটি), পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মহিউদ্দিন শিকদার (আইপিই), কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ হাবিবুল্লাহ (মাইক্রোবায়োলজি), ফায়েক মুনতাসির (মার্কেটিং), বি এম জায়েদ হাসান (মাইক্রোবায়োলজি), এস এম ফাহামিদ রহমান (আইপিই), এহসানুল হক (সিএসই), মুহছিন উদ্দিন সিয়াম (ফিজিক্স), এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন তানভীর আহমেদ
সহকারী অধ্যাপক, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, যবিপ্রবি ও ফরহাদ বুলবুল সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, যবিপ্রবি।
নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, আমাদের ক্লাবের প্রতিটি সদস্যদেরকে রাসূল (ﷺ)-এর জীবনাদর্শে পরিচালিত করে আত্মউন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাকওয়াবান, বিশ্বস্ত, এবং নৈতিক গুণসম্পন্ন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ।
একুশে সংবাদ/এ.জে