AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার কুবির সাবেক শিক্ষার্থী


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
০২:৫৯ পিএম, ২৩ আগস্ট, ২০২৫

চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার কুবির সাবেক শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক একটি শিক্ষার্থীকে চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার পথে ছিনতাই ও ছুরিকাঘাতের শিকার হতে হয়েছে। এ সময় তার থেকে পরীক্ষার প্রবেশপত্র, টাকাপয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগী এই ঘটনার অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দায়ের করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা শহরের চৌমুহনি এলাকার মডার্ন হাসপাতালের কাছাকাছি এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী মো. সজিব উদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, শুক্রবার সকালে চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার পথে কান্দিরপাড় থেকে একটি সিএনজিতে ওঠেন। চৌমুহনীর আগে মডার্ন হাসপাতালের সামনের এলাকায় পৌঁছালে সিএনজিতে থাকা তিনজন যাত্রী আকস্মিকভাবে অস্ত্র বের করে তার গলায় ধরে। তারা তার মানিব্যাগ, মোবাইল ফোন এবং ব্যাগ ছিনিয়ে নেন। ভুক্তভোগী শুধুমাত্র এডমিট কার্ড ফেরত দেওয়ার অনুরোধ করলে ছিনতাইকারীরা তা মানেননি এবং পায়ে ও নিতম্বে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার দুইটি সেলাই লাগে। পরে ছিনতাইকারীরা দুইভাগে ভাগ হয়ে পালিয়ে যায়।

মো. সজিব উদ্দিন জানান, “চাকরির পরীক্ষা দিতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা কান্দিরপাড় থেকে একটি সিএনজিতে উঠি। ওই সিএনজিতে আগে থেকেই চারজন যাত্রী ছিলেন। কুমিল্লা মডার্ন হাসপাতালের সামনের এলাকায় পৌঁছালে একজন যাত্রী ভাড়া দেওয়ার কথা বলে, এরপর শপিং ব্যাগ তাদের মধ্যে কয়েকবার হাতবদল হয়। হঠাৎ ব্যাগ থেকে একটি চাপাতি ও সুইচগিয়ার বের করে আমার গলায় ধরে। পেছনে বসা একজন আমার মোবাইল ফোন ও মানিব্যাগ বের করে নেয়। আমি ব্যাগ দিতে একটু দেরি করলে তারা আমার উরুতে চাপাতি দিয়ে আঘাত করে। এরপর গায়ে আরেকটি আঘাত হয়। আমি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

সদর দক্ষিণ থানার সাব-ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ খান বলেন, “ঘটনাস্থলের আশেপাশের কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, তবে কেউই এমন ঘটনা দেখেননি। এখন ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থলে যাবো, যাতে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা যায়। ইতোমধ্যে ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাকিংয়ের জন্য পাঠানো হয়েছে, আশা করছি দ্রুতই উদ্ধার সম্ভব হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!