নেত্রকোণা জেলা বিএনপির অনুমোদনে কেন্দুয়া উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২১ আগস্ট তারিখে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালীর স্বাক্ষরিত অনুমোদন হলেও তা শনিবার রাতে প্রকাশিত হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া (মজনু)।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. হাবিবুর রহমান মোসলেম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম ভূঁইয়া (শফিক), মো. সোহেল আহমেদ তালুকদার, রেজাউল হাসান ভূঁইয়া সুমন ও কাবিরুল ইসলাম ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহবুব আলম খান জরিপ (সাবেক চেয়ারম্যান) ও জসিম উদ্দিন আহমেদ খোকন। এছাড়া কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো. সাইফুল আলম এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আঃ লতিফ বিল্টু।
বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন—প্রচার সম্পাদক মাহবুব রহমান খান (মোহসিন), মহিলা সম্পাদক নাসিমা আক্তার মিনা, যুব সম্পাদক আজহারুল ইসলাম হাবিব, কৃষি সম্পাদক রেজাউল আলম ভূঁইয়া রনি, মৎস্যজীবী সম্পাদক রফিকুল ইসলাম শফিক, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা হাবুল, মানবাধিকার সম্পাদক মো. হাবিবুর রহমান খোকন এবং স্বাস্থ্য সম্পাদক সেলিম শাহসহ অনেকে।
১০১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. রফিকুল ইসলাম হিলালী, নাজমুল হক ভূঁইয়া কচি (সাবেক চেয়ারম্যান), এড. এমদাদুল হক শাহ, এড. মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মোস্তফা ই. আমান সেলিম, সৈয়দ মজিবুর রহমান রেহান (সাবেক চেয়ারম্যান), হাজী মো. ফজলুর রহমান ভূঁইয়া, মাজহারুল ইসলাম মাজু (সাবেক চেয়ারম্যান), আলী আকবর তালুকদার মল্লিক (সাবেক চেয়ারম্যান), শরিফ আহম্মদ, সোহরাব উদ্দিন, আবুল হোসেন ভূঁইয়া সুরুজ, আবু হাসেম ভূঁইয়া, আব্দুস ছাত্তারসহ আরও অনেকে।
দলীয় সূত্র জানায়, এই কমিটি কেন্দুয়া বিএনপিকে আরও সংগঠিত করবে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে