চুয়াডাঙ্গার জীবননগরে সামাজিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনামূলক মতবিনিময় সভা করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস। রোববার সকালে জীবননগর থানা পুলিশের আয়োজনে জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “বর্তমান সময়ে বিশেষ করে মাদক, সন্ত্রাস, ডিজিটাল প্রতারণা, আত্মহত্যারোধ, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে প্রতিরোধ, অনলাইন গেমে আসক্তি, সাইবার বুলিং ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি সচেতনতামূলক বক্তব্যের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর সরকারি থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক ফরমান আলী এবং কম্পিউটার শিক্ষক নুরুজ্জামান খান প্রমুখ।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে