AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিকিৎসকদের উদ্দেশে আইন উপদেষ্টা: “আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৩ পিএম, ১৬ আগস্ট, ২০২৫

চিকিৎসকদের উদ্দেশে আইন উপদেষ্টা: “আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?

চিকিৎসকদের উদ্দেশে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় না পাঠাতে হবে। একই সঙ্গে তিনি তাদের মধ্যস্বত্বভোগীর ভূমিকায় না জড়ানোর আহ্বান জানান।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল চিকিৎসকদের প্রশ্ন রেখে বলেন, “আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? নিজেদের কোন অবস্থানে নামিয়ে এনেছেন?” তিনি অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয়, এমনকি ডাক্তারদের কাছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য আলাদা সময় বরাদ্দ থাকে—যা বিশ্বের অন্য কোথাও নেই।

তিনি বলেন, “এসব অন্যায় বন্ধ করুন। বাংলাদেশের মানুষ খুবই গরিব। ধনীদের কাছ থেকে বেশি টাকা নিলে সমস্যা নেই, কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দেবেন না।”

আইন উপদেষ্টা একটি ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তার বাসার এক সহকারী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ১৪টি টেস্ট করতে বাধ্য হয়। পরে ক্ষোভে সে ঢাকার বাইরে গিয়ে চিকিৎসা নেয়, যেখানে এত পরীক্ষা লাগেনি।

এছাড়া হাসপাতাল সেবার মান নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার মতে, একজন নার্স যদি মাসে মাত্র ১২ হাজার টাকা বেতন পান, তবে তার পক্ষে ভালো মেজাজে মানসম্মত সেবা দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান আইন উপদেষ্টা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!