AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবির শহীদ জামাল হোসেন হলের ছাদ ঢালাই উদ্বোধন করলেন উপাচার্য



বাকৃবির শহীদ জামাল হোসেন হলের ছাদ ঢালাই উদ্বোধন করলেন উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৫০ আসনের শহীদ জামাল হোসেন হল সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলছে। পূর্বে টিনশেডের হলেও বর্তমানে এটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১০ তলা বিশিষ্ট ১২০০ আসনের হলে রূপান্তরিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া হলটির ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঁইয়া, হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিলসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।

অনুষ্ঠানের শুরুতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপাচার্য রেডিমিক্স ব্যবহার করে ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল বলেন, “নির্মাণকাজ শেষ হলে এটি হবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় হল। আশা করছি, ২০২৬-২৭ সালের মধ্যে কাজ শেষ হবে। এতে দীর্ঘদিনের ছাত্রদের আবাসন সংকট নিরসনে বড় পরিবর্তন আসবে। পূর্বে মাত্র ২৫০ আসন ছিল, যা নতুন ভবনে রূপান্তরের পর ১২০০ আসনে উন্নীত হবে। নতুন হলে আধুনিক সব সুবিধা থাকবে, যা শিক্ষার্থীদের পড়াশোনা ও আবাসনের পরিবেশকে আরও উন্নত করবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!