বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন তা তুলে ধরে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাগেরহাট-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, দেশের রাজনীতিতে মহিয়সী এক নারী হলেন খালেদা জিয়া।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির দুর্দিনে নানা চাপের মধ্যেও দেশনেত্রীর দৃঢ় মনোবল, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন নেতৃত্ব এবং নেতা-কর্মীদের প্রতি তার ভালোবাসা ও স্নেহ তুলনাহীন। রাজনীতিতে নীতির প্রতি দৃঢ়তা, গণমানুষের অধিকার রক্ষায় আপসহীনতা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিচলতা, কথাবার্তায় শালীনতা, মার্জিত আচরণ, অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগ—সব মিলিয়ে তিনি অনন্য রাজনৈতিক চরিত্রের অধিকারী।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির অত্যন্ত সফল চেয়ারপার্সন। শত ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যেও তিনি দলের জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং দেশের মানুষের ভরসাস্থল হিসেবে আছেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়করা এবং স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে