জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশনেই নয়, বরং নিরপেক্ষতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন—এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাইসুল ইসলাম নয়ন।
সোমবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা আয়োজিত “জুলাই বিপ্লবের জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ-২০২৫” অনুষ্ঠানে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে সাংবাদিকতা করছে, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুসরণযোগ্য।”
তিনি আরও বলেন, “বিপ্লব-পরবর্তী সময়ে যদি জাতীয় সরকার গঠন হতো এবং প্রতিটি রাজনৈতিক দলকে একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেত, তবে জনগণ বুঝতে পারত কোন মন্ত্রণালয়ে কত দুর্নীতি হয়েছে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, “জুলাই বিপ্লব ছিল একটি ঐতিহাসিক ছাত্র প্রতিরোধ, যা দেশের ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জবির ছাত্ররা বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে জানে।”
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের অগ্নিকন্যা ও নবীন শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানজুড়ে ছিল সম্মাননা প্রদান, আলোচনাসভা ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান হাসান রাব্বি এবং সভাপতিত্ব করেন এ কে এম রাকিব।
একুশে সংবাদ/এ.জে